হংকংয়ের গ্রেপ্তার ১২ নাগরিকের বিষয়ে যুক্তরাজ্যের বক্তব্যে চীনের নিন্দা
তাইওয়ানে পালিয়ে যাওয়ার সময় চীনা পুলিশের হাতে গ্রেপ্তার হংকংয়ের ১২ নাগরিকের বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। সেইসঙ্গে চীনের অভ্যন্তরীণ বিষয়ে লন্ডনের হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি।
গত আগস্টে ১২ গণতন্ত্রকামী তাইওয়ানে পালিয়ে যাওয়ার সময় চীনের দক্ষিণাঞ্চলীয় শহর সেনজেনের জলসীমায় চীনের পুলিশের হাতে গ্রেপ্তার হন। তিন মাস আটক থাকার পর তাদের বিচারকাজ শুরু হয়েছে।
এ বিষয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করে রাব বলেছেন, গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে শেনজেনে গোপনে বিচার করার চেষ্টা করা হয়েছিল। চীনকে ‘সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিচার পরিচালনার জন্য’ আহ্বান জানান তিনি। খবর জি ফাইভের
তার এ মন্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার চীনা দূতাবাস দাবি করেছে, গুয়াংডং প্রদেশের শেনজেনের ইয়ানতিয়ান গণ আদালতে এই মামলার বিচারকাজ প্রকাশ্যে করা হয়েছে।
দূতাবাস রাবের মন্তব্যকে ‘সত্য-বিকৃতি’ বলে জানিয়েছে। তারা যুক্তরাজ্য সরকারকে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত মৌলিক নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে হংকংয়ের বিষয়াদি, চীনের অভ্যন্তরীণ বিষয় এবং চীনের বিচার বিভাগীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
এর আগে, বেইজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাস গ্রেপ্তারদের মুক্তির আহ্বান জানায়। সেসময় তারা জানায়, অত্যাচার থেকে বাঁচতে তারা পালিয়ে যাচ্ছিল। এর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝা লিজিয়ান বলেছেন, ওয়াশিংটন মূল বিষয়কে উপেক্ষা করেছে এবং তারা সঠিক এবং ভুলকে মিশিয়ে দিয়েছে।