ইসরায়েলি ভাড়াটে সেনারা ইউক্রেনের পক্ষে লড়াই করছে
ইসরায়েলি ভাড়াটে সেনারা ইউক্রেনের চরম ডানপন্থি আজভ রেজিমেন্টের সঙ্গে জোট বেধে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ দাবি করেছেন।
এমন সময় রাশিয়া এ দাবি করলো যখন হিটলারের দেহে ইহুদি রক্ত ছিল বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইসরায়েল ইতোমধ্যে এ মন্তব্যের জন্য রাশিয়াকে ক্ষমা চাইতে বলেছে। কিন্তু রাশিয়া এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়াই দেখায়নি।
ক্রেমলিনপন্থি স্পুৎনিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মারিয়া জাখারোভা বলেছেন, ‘ইসরায়েলের ভাড়াটেরা কার্যত ইউক্রেনের আজভ জঙ্গিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।’
২০১৪ সালে আজভের উগ্র ডানপন্থি কর্মীরা ইউক্রেনের পূর্ব দোনবাস অঞ্চলে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই শুরু করে। তখন থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর অধীনে চলে যায় এই বাহিনী। এর সদস্যরা বন্দর শহর মারিউপোলে ইউক্রেনের হয়ে প্রতিরোধ যুদ্ধ করছে।
এছাড়া এই বাহিনীর একটি অংশ আজোভস্টাল স্টিল প্ল্যান্টের ভিতরে আটকে রয়েছে। এদের বিরুদ্ধে রুশ বাহিনী মঙ্গলবার বড় আকারে হামলা শুরু করেছে।