আওয়ামী লীগ শুন্য মাদারগঞ্জ। নেতাকর্মীদের বাসাবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা লুটপাট ভাঙচুর ও অগ্নি সংযোগ
০৫ আগস্ট ২০২৪ কোটা সংস্কার আন্দোলন এক দফা আন্দোলনের রূপ নিয়ে সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ হতবিহ্বল দিশাহারা ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে । এই সুযোগে সারাদেশের মত জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ব্যাপকভাবে তান্ডব চালায় বিএনপি জামাতের নেতাকর্মীরা । আওয়ামী লীগের অফিস, বাড়িঘর, দোকানপাট, খামার, পুকুরের মাছ থেকে শুরু করে সরকারি আধাসরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোতেও ফ্রী-স্টাইল ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে উল্লাস প্রকাশ করে। এসময় স্থানীয় প্রশাসন ছিল অসহায় ও নিরব দর্শকের ভূমিকায়। ভুক্তভোগীদের নিরবে অশ্রু বিসর্জন করা ছাড়া কিছুই করার ছিল না। দিনের আলোয় হামলাকারীদের দেখেছে সর্বস্তরের সাধারণ মানুষ।
৫ আগস্ট সোমবার বিকাল ৩:০০টা শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে এই তান্ডব ৮ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণ ভয়ে ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়ে। এ-সময় স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী, ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মাদারগঞ্জ পৌর সভার নির্বাচিত মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অরুণ কুমার সাহা সহ মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

খবরে প্রকাশ, উপজেলার জুনাইল বাজার, মোসলেমাবাদ বাজার, মিলন বাজার, রায়গঞ্জ বাজার, কয়ড়া বাজার, দীঘল কন্দি বাজার, আদারভিটা বাজার, কোয়ালীকান্দি বাজার, নয়াপাড়া বাজার সহ সারা উপজেলা জুড়ে আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীদের বাসাবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ সহ ব্যাপকভাবে তান্ডব চালায়।
এছাড়াও তেঘরিয়া বাজার মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্র, আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওবায়দূর রহমান বেলাল এর বাগানবাড়ি ও কোয়ালীকান্দি বাজারের গুদামঘর, চর পাকের দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদারের তিন তলা বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম এর তিন তলা ভবন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ ব্যাপকভাবে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে।
হাজার হাজার নেতাকর্মী ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছে । চারদিকে থমথমে অবস্থা বিরাজ করছে। মাদারগঞ্জ উপজেলা কার্যত: আওয়ামী লীগ শূণ্য হয়ে পড়েছে।