ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ফৌজদারী আইনে একাধিকের বিরূদ্ধে মামলা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ৭ জনের বিরূদ্ধে ফৌজদারী আইনের ৪৯৯, ৫০৬ ও ৩৪ ধারায় আনীত মামলা কুষ্টিয়ার দৌলতপুরে আমলী আদালতের চার নং আদালতে সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট শ্রাবনী দাস আমলে নেন এবং গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন আসামীদের বিরূদ্ধে।মামলার নংঃ সি আর – ৩১/২০২৪।
আদালত সূত্রে জানা যায় মামলার ৭ জন আসামী সম্প্রতি তাদের নিজ নিজ ফেইসবুক আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুসহ শেখ পরিবারের বিরূদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক, কুৎসিত ও মানহানিকর হুমকিমুলক বক্তব্য প্রকাশ করা হয়েছে।
বাদীসূত্র জানান আসামীগণ তাদের ফেইসবুক পোস্টে প্রকাশিত বক্তব্যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোকে ও আন্তর্জাতিক মহলকে বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য আহবান করা হয়েছে যা রাষ্ট্রদোহীতার শামিল। মামলার পরবর্তী শুনানীর তারিখ ২৮ মার্চ ২০২৪। মামলার বাদী মোঃ মিজানুর রহমান মিজু আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত বলে বাদীসূত্রে জানা যায়।
আদালত সূত্রে আরো জানা যায় – এই মামলার আসামীরা হলেন – আল ইমরান আহমেদ, মহিউদ্দীন মিয়া, মোঃ নূর আলম, কাজী আহসান হাবীব, মোঃ তওহিদুল ইসলাম, মোঃ রহমত আলী খন্দকার, এবং ইমরান আহমেদ। আসামীদের সাথে যোগাযোগের চেষ্টা এখনোন পর্যন্ত সফল হয়নি।
লোহাগাড়া থানার সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুর সূত্রে জানা গেছে সরকার এধরণের প্রোপাগান্ডহার ব্যাপারে আরো কঠোর ব্যবস্থা যেন দ্রুততম সময়ের মধ্যে নেয়া যায়, সে-সংক্রান্ত আইন প্রণয়নের চিন্তা করছে।