সেক্যুলার ব্লগার লেখকদের বাসস্থানে আঘাত দেশজুড়ে

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সেক্যুলার মতাদর্শী বিভিন্ন লেখক/ব্লগার/কমেন্টারদের বাসায় বাসায় হামলা হয়েছে বলে সমর্থিত এবং অসমর্থিত সূত্রে জানা গেছে। এই হামলাগুলো কী সংঘবদ্ধভাবে হচ্ছে কিনা কোনো রাজনৈতিক পরিকল্পনা অনুসারে, সেব্যাপারে এখনো অবধি কিছু জানা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আক্রান্ত অনেকগুলো সূত্র জানাচ্ছে হামলাকারীরা কোনো না কোনো ইসলামী জঙ্গী সংগঠনের অনুসারী বলে মনে হয়েছে তাদের পোশাক/পরিচ্ছদ/আচরণ দেখে।
রামপুরায় লেখক রোমানা আক্তার রুমকির বাসায় আঘাত হানে দুষ্কৃতকারীরা এবং এই ঘটনায় তার বাবা ও ভাই আহত হোন যখন বাসার ভিতরে ভাংচুরে বাঁধা প্রদান করতে যান। এই ঘটনার প্রেক্ষিতে থানা মামলা করেছেন কিনা জানতে চাইলে জানা যায় স্থানীয় থানা মামলা নিতে অস্বীকার করেছে। বরঞ্চ থানা থেকে উপদেশ দেয়া হয়েছে যেন রোমানা আক্তার রুমকি সমাজের আইন শৃঙ্খলায় ব্যাঘাত ঘটায় এমন লিখালিখি থেকে বিরত থাকেন। রুমকির পরিবার জানান তাদের মেয়ে বর্তমানে প্রবাসে, তার নিজস্ব মতামত এর কারণে তারা কেন হামলার শিকার হবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী কেন নীরব থাকবে এটা তাদের বোধগম্য নয়।
একইধরণের হামলার খবর এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে। ফাহিন আলম এবং মোর্শেদ আলম, আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, মোঃ সাব্বির হোসাইন, মোঃ আবির হোসাইন, মনিরা পারভীন, মোঃ ফাহাদ হোসাইন, মিজানুর রহমান সহ প্রমুখ লেখক/ব্লগারদের বাসস্থানে হামলা করা হয়েছে বলে সমর্থিত সূত্রে জানা গেছে। লেখকদের বেশিরভাগই বিতর্কিত ওয়েবসাইট এথিস্টনোট, এথিস্টএরা, এথিস্ট ইন বাংলাদেশে লিখালিখি করেছেন বলে প্রমাণিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ-ব্যাপারে মন্তব্যের জন্যে পাওয়া যায়নি।