রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২১, আশঙ্কাজনক অবস্থায় ৫

রংপুর হতে নীলফামারী-গামী এক যাত্রীবাহি বাস সড়ক দুর্ঘটনায় পতিত হয় আজ সকাল সাড়ে নটা নাগাদ। এই দূর্ঘটনায় সোহাগ হোসেন বাবু (২৮), মোঃ কায়সার (৩৯), এবং সায়রা বানু (৪৯) ঘটনাস্থলে নিহত হয়েছেন। ২১ জন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে ১৬ জনকে রংপুর হাসপাতালে সাময়িক চিকিৎসা প্রাপ্তির পর ছেঁড়ে দেয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রংপুর হাসপাতালে চিকিতসাধীণ অবস্থায় আছেন শফিউল আলম (৫০), মোসাম্মাত মেহেরুন নেসা (৭০), সাফায়েত হোসান (১৭), মিরাজ চৌধুরী (৩২), এবং মালিকা বেগম (১৪)। এদের মধ্যে মেহেরুন নেসা এবং মালিকা বেগম এর অবস্থা আশঙ্কাজনক। মেহেরুন নেসা আরেক আহত শফিউল আলমের মা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রংপুর থেকে হামিদ নামের একটি বাস নীলফামারীর চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। এ সময় রংপুরের উদ্দেশে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্যে হামিদ বাস-এর চালক বাসটি রাস্তার একপাশে নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই মারা যান উপরোক্ত তিনজন।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। বাসচালক বা সহযোগী কাউকে আটক করা যায়নি। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।