র‍্যাবকে কেন্দ্র করে বঙ্গবন্ধু ও শেখ পরিবারকে কটূক্তির অভিযোগে মামলা দায়েরঃ মামলা গ্রহণ আদালতের বিবেচনাধীন

গত ২-রা ডিসেম্বর রাজধানীর চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টে “দৈনিক নবযুগ” এ গত ২৩শে জুলাই-এ প্রকাশিত এক প্রতিবেদনকে (যেখানে বেশ কিছু পাঠক মন্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল) কেন্দ্র করে ফৌজধারী আইনের অধীনে দৈনিক নবযুগ-এর প্রকাশক, সম্পদাক ও উক্ত প্রবন্ধে মন্তব্যকারী ও কন্ট্রিবিউটরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মামলার অনুমতি জমা দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।  আদালত সূত্রে আরো জানা যায়, মামলাটি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের সমর্থকদের বাদী ও সাক্ষী করে আদালতে জমা দেয়া হয়েছে।

উপরোক্ত প্রতিবেদনে মার্কিন সরকারের দ্বারা র‍্যাব-এর নিষিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরূদ্ধে সমালোচনা করা হয়েছে। একই সাথে উক্ত প্রতিবেদনে র‍্যাবকে বঙ্গবন্ধুর শাসনামলে তৈরী বিতর্কিত রক্ষী বাহিনীর সাথে তুলনা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাদী-পক্ষের সূত্র জানায় – দৈনিক নবযুগ একটী রাষ্ট্রদোহী পত্রিকা এবং এই প্রতিবেদনে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব  ক্ষুণ্ণ হয় ও রাষ্ট্রদোহীমূলক অসংখ্য মন্তব্য এবং লেখা ছাঁপা হয়েছে এবং প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের প্রতি অত্যন্ত আক্রমণাত্মক, কুৎসিত ও মানহানিকর হুমকিমুলক বক্তব্য প্রকাশ করা হয়েছে।

বাদীসূত্র আরো জানান উক্ত প্রতিবেদনে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোকে ও আন্তর্জাতিক মহলকে বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের  জন্য আহবান করা হয়েছে যা রাষ্ট্রদোহীতার শামিল।

মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বাদীপক্ষের অভিযোগ বিবেচনা করে দেখবেন বলে আদালত সূত্র জানিয়েছে এবং সংশ্লিষ্ট আদেশ পরবর্তী কোনো তারিখে দেয়া হবে। এই ব্যাপারে দৈনিক নবযুগ এর সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গতঃ দৈনিক নবযুগ এ-বছর জুন মাসে র‍্যাবকে মার্কিন সরকার দ্বারা ব্ল্যকলিস্ট করবার ব্যাপার নিয়ে লিখা প্রকাশ করবার ঘোষণা দেয় এবং পাঠকদের মন্তব্য আহবান করে। এরই প্রেক্ষিতে ২৩শে জুলাই একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেটিকে কেন্দ্র করে মামলার সুপারিশপত্র জমা দেয়া হয়েছে অভিযোগ্নামার সাথে।

আদালত সূত্রে আরো জানা যায় – এই মামলার অভিযোগপত্রে দৈনিক নবযুগের সম্পাদকীয় বিভাগ ও প্রকাশকসহ উল্লেখিত প্রবন্ধে মন্তব্যকারীদের বিবাদী করা হয়েছে। অভিযোগনামার অন্যান্য অভিযুক্তরা হলেন – আবু বকর সিদ্দীক, মোঃ আব্দুল মুমিন, মোহাম্মদ আলী রাশেদ, ফারজানা পারভীন, মোহাম্মদ ওমর সানী, নুঝাত রহমান, এমডি কামরান আহমেদ, মোঃ জাকির হোসাইন, মো; মাহফুজুর রাহামান, মিজানুর রহমান, এম ডি মহিউদ্দিন মাসুদ, এমডি দিদার আহমেদ, মোঃ মইন উদ্দীন চৌধুরী, সমরুন নেসা, মোঃ আব্দুল রাজ্জাক বাপ্পী, এম ডি আরমান হোসেন, মোঃ মাসুম সাজ্জাদ, শাকিরিন আক্তার নাহিন, এম ডি রোকনুজ্জামান রিপন, মোঃ শহীদুল ইসলাম জায়গীরদার, ইউসুফ আহমেদ, মোঃ আল-আমিন কায়সার, সামিয়া খানম তিশা এবং মোঃ সাব্বির হোসাইন।

প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে অসমর্থিত সূত্রে জানা গেছে সরকার এধরণের প্রোপাগান্ডহার ব্যাপারে আরো কঠোর ব্যবস্থা যেন দ্রুততম সময়ের মধ্যে নেয়া যায়, সে-সংক্রান্ত আইন প্রণয়নের চিন্তা করছে। মামলাটির অভিযোগ বর্তমানে বিবেচনাধীন।