মামলা ‘এথিস্ট এরা’ ম্যাগাজিনের বিরূদ্ধে
২৪ নভেম্বর, ২০২২
নিজস্ব প্রতিবেদক
আবারো মামলা হলো এথিস্ট এরা ম্যাগাজিনের নামে। খোঁজ নিয়ে জানা গেছে এথিস্ট এরা নামক ম্যাগাজিনের সর্বসাম্প্রতিক সংখ্যা ও অত্র সংখ্যায় প্রকাশিত লেখাকে কেন্দ্র করে নভেম্বরের ২০ তারিখে মোঃ ইয়াসিন আলম ভূঁইয়া নামে একজন বাদী হয়ে এই ম্যাগাজিনটির উক্ত সংখ্যার বিরূদ্ধে মামলা করেন ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী আইন এর ২৯৫ ধারার অধীনে। মামলাটি নম্বর – সি.আর. – ২৩৪/২০২২। আদালত অনুসন্ধানে জানা যায় গত কয়েক বছরে বেশ কিছু মামলা হয়েছে এই ম্যাগাজিনের বিরূদ্ধে এবং সরকার ও প্রশাসন ক্রমন্বয়ে সক্রিয় হচ্ছে এইসমস্ত কর্মকাণ্ডের বিরূদ্ধে। ।
ঢাকা চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীর ১৬নং আদালতে মামলা গ্রহণ করেন।
আমাদের পত্রিকার পক্ষ থেকে এথিস্ট এরার সম্পাদক এর সাথে যোগাযোগ করা হলে তিনিও আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন ‘‘এটা খুবই দুঃখজনক, আমরা বাংলাদেশের নাগরিক হয়েও মানের ভাব প্রকাশ করতে পারছি না। প্রশাসন ও আমাদের কোনও সাহায্য করছে না, তারা বরং যেকোনোভাবে হয়রানি-হেনস্থাতে আগ্রহী।” ধর্মানুভূতিতে আঘাত করা কী বাংলাদেশের মতো রাষ্ট্রে সমীচিন কি-না এপ্রশ্নের কোনো উত্তর দিতে অবশ্য পারেননি সম্পাদক।
সম্পাদিকা আরো বলেন যে, ‘’এই ম্যাগাজিনে আমরা যতজন লেখক বা ব্লগার রয়েছি সবাই কিন্তু দেশের বাইরে নেই, আমি আমাকে নিয়ে চিন্তা করি না, আমার ভয় হচ্ছে অন্যান্য আসামিদের নিয়ে যাদের নাম বিভিন্ন ইসলামিক গ্রুপে প্রকাশ করা হচ্ছে।”
এথিস্ট এরার সম্পাদক ছাড়াও ম্যাগাজিনের এই সংখ্যায় সম্পৃক্ত যারা ছিলেন তাদেরকেও মামলার আসামী করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলেন – তানভীর আহমেদ, জিশান তারভীর মোস্তফা, জোবায়ের হোসেন, এম ডি আসাদুজ্জামান খান রণি,কমল চন্দ্র দাস, জনি চন্দ্র সাহা, এম ডি মহিউদ্দিন মাসুদ, ইমরুল কায়েস, মোঃ জাকির হোসাইন, এমডি জহিরুল ইসলাম, রেদোয়ানুর রহমান, এম ডি রাসেল মিয়া, মোহাইমিনুল বিশ্বাস পারভেজ, আসিফ ইসলাম, কে এম মাহফুজুর রহমান, আবু বকর সিদ্দিক, জনি জোসেফ কস্তা, মোহাম্মদ মইন উদ্দীন চৌধুরী, মোঃ আল আমিন কায়সার, এবং এম ডি আব্দুল রাজ্জাক।।
পিবিআই কে মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। মামলার প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানী আগামী ২৯শে ডিসেম্বর।