সাইবার হামলার কবলে যুক্তরাজ্যের নির্মাণ প্রতিষ্ঠান।

সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্যের একটি নির্মাণ প্রতিষ্ঠান। আরএমডি কুইকফর্ম নামের ভুক্তভোগী প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা নিরাপত্তা লঙ্ঘনের ব্যাপারে তদন্ত করছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নভেম্বরে সাইবার হামলার কবলে পড়েছে নির্মাণ প্রতিষ্ঠানটি।

হামলার ব্যাপারে ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার’ এবং ‘ইনফরমেশন কমিশনার’স অফিস’কে অবহিত করেছে আরএমডি কুইকফর্ম। গোটা বিশ্বেই বিভিন্ন কাঠামোগত প্রকল্পে প্রকৌশল সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। সবমিলিয়ে নির্মাণ প্রতিষ্ঠানটির এক হাজার চারশ’ কর্মী রয়েছে। এর মধ্যে তিনশ’ কর্মী যুক্তরাজ্যভিত্তিক।


আরএমডি কুইকফর্মের এক মুখপাত্র বলেছেন, “আরএমডি কুইকফর্মের কর্মী, সাবেক কর্মী, গ্রাহক এবং সরবরাহকারীদের উচ্চতর সতর্কতা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।”

সাইবার হামলার কারণে প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর কী প্রভাব পড়েছে, সে ব্যাপারে এখনও জানানো হয়নি। এ বছরের শুরুতে আরএমডি কুইকফর্মের মূল প্রতিষ্ঠান ‘ইন্টারসার্ভ’-ও সাইবার আক্রমণের কবলে পড়েছিল। মে মাসে ওই আক্রমণের খবর জানিয়েছিল ইন্টারসার্ভ।

উল্লেখ্য, যুক্তরাজ্যের ‘ন্যাশনাল হেলথ সার্ভিসের’ (এনইচএস) সঙ্গে মিলে বার্মিংহামে ‘নাইটিঙ্গেল হসপিটাল’ তৈরিতে কাজ করেছিল প্রতিষ্ঠানটি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *