প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে নাশকতামূলক কটূক্তি প্রকাশ করবার কারণে ফৌজদারী আইনে মানহানির মামলা

গত ২৯ সেপ্টেম্বর ২০২০১-এ প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার, বাংলাদেশের বিচার বিভাগ, বিচারকগণ এবং আওয়ামী লীগ-এর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ করার কারণে দৈনিক নবযুগ নামক একটি অনলাইন ভিত্তিক পত্রিকার সম্পাদক-প্রকাশক ও অন্যান্য কর্মকর্তা সহ সর্বমোট ৪৭ জনের বিরুদ্ধে মোঃ বায়েজিদ শেখ বাদী হয়ে ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন। বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়।মামলার নংঃ সি.আর. – ৭৯৭/২০২১।

 মানহানির এ মামলায় সর্বমোট ৪৭ জনকে আসামী করা হয়। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন – ইসরাত রশিদ (৩৬, সম্পাদক, দৈনিক নবযুগ), জনি জোসেফ ডি কস্তা(৩২, সহ-সম্পাদক, দৈনিক নবযুগ), নুরুল হুদা(২৯, সিনিয়র সহ-সম্পাদক, দৈনিক নবযুগ), এমডি তোফায়েল হোসাইন (সিনিয়র উপদেষ্টা, দৈনিক নবযুগ), আলী আমিন(৩৯, প্রকাশক, দৈনিক নবযুগ), পীরজাদা তানভীর আহমেদ (২৪),  মোহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার(৩৬), মোঃ আব্দুল রাজ্জাক (২৭), মোঃ মাসুম সাজ্জাদ (৩২), আরিফুল হক আরিফ (২৬), মোঃ জাকির হোসাইন (২৯), আব্দুল ওয়াহিদ চৌধুরী (৪৩), মোঃ রাজিম হোসাইন (৩০), শিপলু কুমার বর্মন (৪২), মোঃ শহীদুল ইসলাম (৩৮), মুসা আহমেদ জায়গীরদার (৩১), মোহাম্মদ জিল্লুর রহমান, মুকিত চৌধুরী (৩৪, যুগ্ম সম্পাদক, বাংলাদেশী জাতীয়তাবাদী যুবদল, লন্ডন মহানগরী শাখা),আবু সাঈদ (২৫), মোঃ আল-আমিন কায়সার (৩১), এম.ডি মারাজ মিয়া (২৭), এম.ডি শাইম (২০), শাহরয়িার মোঃ নাফিস খান (৩২, যুগ্ম সম্পাদক, লন্ডন মহানগরী যুবদল, যুক্তরাজ্য বিএনপি), শামীম আল মামুন (৩২), আহসানুল কবির (৩৫), সুলতানা জবেুন্নসো (৪৩), সামিউজ্জামান সিদ্দীক (৪০), এম.ডি সাব্বির হোসাইন (৪০, সম্পাদক, পোর্টাল বাংলাদেশ), এম.ডি জহিরুল ইসলাম (৩৩), আল মাহফুজ (২৪), রোমানা আকতার রুমকি (৩০), মোঃ আশিফ হোসাইন (৩৩), এম.ডি ওবায়দুর রহমান খান, মোঃ আরাথ হোসেন রনি (২৯), উম্মা কুলসুম নার্গিস বানু (৩৯), নুরুল ফারুক শাকের (৩৫), মোহাম্মাদ নিজামুল হক (৪৭), মোহাম্মদ ফাহিদুল আলম, এমডি কানজিদ হাসান, মোঃ মিজানুর রাহামান (৩৭), দিলদার আলী (৩৯), মুমিনুর রাজা চৌধুরী (৪০), মোঃ রেজাউল ইসলাম (২৮), আবু বক্কর সিদ্দিকী (৩৬), এবং মাহতাব উদ্দীন (৩৮) ।

আদালত প্রতিনিধি জানান, বিগত ২২শে মার্চ ও ২৮শে মে অনলাইন ভিত্তিক পত্রিকা – দৈনিক নবযুগ “আল জাজিরার তথ্যচিত্র, কারাগারে মুশতাকের মৃত্যু ও প্রবাসীদের ভাবনা” এবং “বাংলাদেশে বিপন্ন বাক-স্বাধীনতা, আওয়ামী ফ্যাসিবাদ ও পুতুল বিচারবিভাগ প্রসঙ্গে” শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রবন্ধে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশ সরকার, সেনাবাহিনী ও জাতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নানারকম কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করা হয়। এমনকি শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি ও প্রদান করা হয়।

মামলার বিষয়ে মামলাটির বাদী মোঃ বায়েজীদ শেখ-এর সাথে কথোপকথন-এ তিনি জানান, “আসামীদের প্রত্যেকে বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে আসছে। বাংলাদেশ স্বাধীনতা পেলেও রাজাকারের বাচ্চাগুলো থেকে এখনো মুক্তি পায়নি। তাদের এতো ধৃষ্টতা কিভাবে হয় বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার? এদের বাংলাদেশে থাকার কোন অধিকার নেই।”

মামলার নথি পর্যালোচনা করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান মামলাটি আমলে নেন এবং মামলার নথি ও প্রমাণাদি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) বরাবরে প্রেরণের জন্যে আদেশ প্রদান করেন। পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ৯ই ডিসেম্বরে মামলার পরবর্তী শুনানিতে।  

এদিকে এ রিপোর্টটি লেখা পর্যন্ত অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।