রাষ্ট্রদোহীতার মামলায় অভিযুক্ত আসামী প্রবাসে – সমকামীতার বৈধতাকরণে তৎপর

রাষ্ট্রদোহীতার অভিযোগে আনীত মামলার একজন আসামীর ব্যাপারে চলমান তদন্তের ফলস্বরূপ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ওসমানী নগর, সিলেটের নূর মিয়া বর্তমানে যুক্তরাজ্যে বাস করছেন। সরকারবিরোধী পত্রিকা দৈনিক নবযুগের একটি কলামে এই নূর মিয়ার মন্তব্য ছাঁপা হয় এ-বছর মার্চে। সে মন্তব্যে নূর মিয়া অভব্যভাবে সরকার ও আওয়ামী-বিরোধী বিভিন্ন বক্রোক্তি করেন। তার সাথের সহ-মন্তব্যকারীরাও একই রকম তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী, জাতির জনক, প্রধানমন্ত্রীর পরিবার, সাবেক সেনাপ্রধান ও তার পরিবার এবং আওয়ামী লীগকে। অনেকের মন্তব্যে অভব্যতা ছিলো স্পষ্ট। দৈনিক নবযুগের এই লিখা ও এই লিখায় প্রকাশিত মন্তব্য-সমূহের জের ধরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম জুয়েল সংক্ষুব্ধ হয়ে মামলা (সি.আর – ১২০/২০২১)  করেন উক্ত লিখা প্রকাশিত হওয়ার অল্প কদিনের ভেতরেই। সে মামলার প্রেক্ষিতে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হক এক সাম্প্রতিক আদেশে  ঢাকা মেট্রো পি.বি.আই-কে এই মামলার তদন্তের দায়িত্ব প্রদান করেন। 


তদন্তকারী পুলিশ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রমতে এই মামলার ২৮ জন আসামীর অনেকেই প্রবাসে বসবাসরত এবং এরা প্রবাসে থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির জন্যে এই ধরণের লেখালিখি প্রকাশ করছে এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রে এরা তৎপর। উদাহরণস্বরূপ পুলিশ-সূত্র জানায় – মামলার একজন আসামী নূর মিয়ার স্থায়ী ঠিকানা সনাক্ত করবার পরে পুলিশ যখন তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় তার পরিবার এর সাথে নূর মিয়ার সম্পর্ক নেই। তার পরিবার নূর মিয়ার মন্তব্যের চরম বিরোধিতা করেছেন এবং তার কোনো কিছুর দায় বহন করতে অনীহা প্রকাশ করেছেন। 


নূর মিয়ার বড় ভাই ময়না মিয়া পরিতাপ করে আমাদের সংবাদদাতাকে জানান, ‘নূর কখনোই সুস্থধারার ছিলো না। তার সেক্সুয়ালিটি নিয়ে আমাদের মধ্যে বরাবরই সন্দেহ ছিল এবং আমরা তাকে নিয়ে আতঙ্কিত থাকতাম। তার বিদেশ যাওয়া আমাদের জন্যে স্বস্তির ছিল কিন্তু সে যেভাবে আমাদের জাতির জনক ও প্রধানমন্ত্রীর বিরূদ্ধে লিখেছে, তাতে আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তাকে আমাদের পরিবারের কোনো সদস্যই আমরা মনে করিনা।’ নূর মিয়ার পরিবারের বাকি সদস্যরাও একইরকম মতামত প্রকাশ করেন নাম প্রকাশ না করার শর্তে। স্থানীয়দের সাথে কথা বলে নূর মিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডে বিরূপ মনোভাব লক্ষ্য করা গেছে। 


নূর মিয়া ও অন্যান্যের বিরূদ্ধে রাষ্ট্রদোহীতার মামলা চলছে ঢাকা মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট ৫নং আদালতে। পরবর্তী শুনানির তারিখ নভেম্বরে।