ঢাকা টেস্টে সাকিবের পরিবর্তে সৌম্য
টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার পরিবর্তে বাংলাদেশ দলে ডাক পেলেন অলরাউন্ডার সৌম্য সরকার।
সোমবার থেকেই গুঞ্জন ছিলো, সাকিবের পরিবর্তে দলে ডাকা হবে কোনো অলরাউন্ডারকে। যদিও বায়বাবলের বাধ্যবাধকতা থাকায় সাকিবের পরিবর্তে কাউকে ডাকলেও, আদৌ তিনি দলের সঙ্গে যোগ দিবেন কি না সে নিয়েও ছিলো সংশয়। সে হিসেবে সোমবার রাতেই করোনা টেস্ট কোরে টিম হোটেলে ওঠেন সৌম্য। আনুষ্ঠানিক ঘোষণা আসলো মঙ্গলবার।
টেস্ট দলের বাইরে থাকলেও, ব্যক্তিগত অনুশীলনে ছিলেন এই অলরাউন্ডার। সবশেষে ২০১৯ সালের অক্টোবরে, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সৌম্য। এরপর কোচ রাসেল ডমিঙ্গোর পরিকল্পনায় ছিলেন না তিনি।