‘কোহলি কিংবদন্তি, এসবে ওর জড়ানো উচিত নয়’

ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং বলেছেন, বিরাট কোহলি একজন কিংবদন্তি ক্রিকেটার। এমন কিছু বিতর্কিত বিষয়ে ওর জড়ানো উচিত নয়। 

সোমবার লখনৌ সুপার জায়ান্টের আফগান তারকা পেসার নবীন উল হকের সঙ্গে তর্কে জড়ান রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি। 

শুধু তাই নয়, লখনৌর টিম ডিরেক্টর ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরকেও মুখে আঙ্গুল দিয়ে চুপ করে থাকার পরামর্শ দেন কোহলি।

অবশ্য গত ১০ এপ্রিল বেঙ্গালুরুকে হারিয়ে একই কায়দায় মুখে আঙ্গুল দিয়ে কোহলিদের চুপ করতে বলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভবীর। 

গৌতম গম্ভীর ও নবীন উল হকের সঙ্গে কোহলির বিতর্কে জড়ানো প্রসঙ্গে ইউটিউব চ্যানেলে হরভজন সিং বলেন, এটা এখানে থামবে না। লোকেরা এটা নিয়ে বিতর্ক চালাবেই। কার দোষ, কার নয়, এই নিয়ে চর্চা চলবে।

হরভজন বলেন, ২০০৮ সালে আমার এবং শ্রীসান্তকেও একই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছিল। এখ ১৫ বছর পরে আমি এখনও এই বিষয়টি নিয়ে ভাবতে লজ্জা পাই। সেই সময়ে আমার মনে হয়েছিল, যা ঘটেছে ঠিক হয়েছে, আমিই ঠিক ছিলাম। কিন্তু এখন ভাবি, আমি যা করেছিলাম, সেটা ভুল করেছিলাম।

তিনি আরও বলেন, কোহলি আবেগপ্রবণ, সে খেলতে নেমে আবেগের কারণেই এই ঘটনা ঘটিয়েছে। সকলে এখন ঝাঁপিয়ে পড়ে খুঁজে বের করার চেষ্টা করবেন, ভুলটা কার- কোহলির, গম্ভীরের নাকি নবীনের? কিন্তু এই ঘটনাটা ক্রিকেটের জন্য ভালো নয়। কোহলি, গম্ভীর দুইজনেই বড় খেলোয়াড়, দুজনেই আমার ছোট ভাইয়ের মতো। তাই বলছি, এই ঝামেলা করে কোনও লাভ নেই।