দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বৈষম্য বেড়েছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ’৯১ সালের পর থেকে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এতে দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে মারাত্মকভাবে বৈষম্য বেড়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে  ডেফট গ্রুপের পরিচালক মো. মাইদুল ইসলাম টেক্কা  জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে কাদের এসব কথা করেন।

জিএম কাদের বলেন,  ‘কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আর কিছু মানুষ সামান্য টাকার জন্য সন্তানের চিকিৎসা করতে পারছে না। শুধু বৈষম্যের প্রতিবাদেই আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু  দুর্নীতি আর দলীয়করণের কারণে বৈষম্য কমছে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘অনেকেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি-টিম মনে করতে পারে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।’

জাতীয় পার্টির দরজা সবার জন্য উন্মুক্ত উল্লেখ্য করে তিনি বলেন,  ‘জাতীয় পার্টিই এখন নতুন প্রজন্মের সামনে একটি আদর্শ রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগে কেউ যেতে পারছে না। নতুনদের জায়গা দেওয়ার মতো স্থান নেই আওয়ামী লীগে। আবার মামলা-হামলার কারণে অনেকেই বিএনপিতে যেতে পারছে না। কিন্তু জাতীয় পার্টি নিরাপদ রাজনৈতিক সংগঠন। যারা ইতিবাচক রাজনীতি করতে চাচ্ছেন, তাদের জন্য জাতীয় পার্টি একটি আদর্শ সংগঠন।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, দফতর সম্পাদক এমএ রাজ্জাকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *