শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।


তিনি বলেন, “গত শনিবার থেকে জ্বর অনুভব করছিলেন শিক্ষামন্ত্রী। আইইডিসিআর রোববার তার নমুনা পরীক্ষা করিয়ে রাতেই রিপোর্ট দিয়েছে, ফল পজিটিভ এসেছে।”

ঠান্ডা-জ্বর থাকলেও শিক্ষামন্ত্রীর অন্য কোনো উপসর্গ নেই জানিয়ে খায়ের বলেন, “তিনি বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *