নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২
জেলা করেসপন্ডেন্ট | দিবিডিনিউজ২৪ আপডেট: ১৭ঃ২৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় ঢাকা হতে আগমনকারী দূরপাল্লার মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্যসহ দুজন নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। সোমবার (৩১শে মার্চ) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঝাউসী এলাকায় ঢাকা হতে নেত্রকোনাগামী মাইক্রোবাস এর সঙ্গে ময়মনসিংহগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। নিহতদের একজন পুলিশ সদস্য আজিজুল হাকিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর। গুরুতর আহতদের মধ্যে নাগ্রার সঞ্জিত বর্মণ (৫৮) ছাড়া অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহতদের মধ্যে সঞ্জিত বর্মণ সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে আহত সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার ফকিরাবাজার ফাড়িতে কর্মরত এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে।