শালিখায় সীমাখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আর কে ডোর ইন্ডাঃ লিঃ-এ হামলা, ভাংচুর ও লুটপাট।

রবিউল ইসলাম বিশ্বাসঃ শালিখায় সীমাখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার সময় পার্শ্ববর্তী হরিশপুর গ্রামের জসিম ম্বোর, মফিউল মেম্বার এর নেতৃত্বে সহস্রাধিক লোক আর কে ডোর ইন্ডাঃ লিঃ এর অফিসসহ কারখানায় হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। খবর পেয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলামের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হরিশপুর গ্রামের দুখু মিনা, মাফিউল মেম্বার, প্রান্ত, হবিবর, গৌতম, বিকাশ, মোহম্মদসহ ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই বর্বোরচিত সন্ত্রাসি হামলার খবর পেয়ে মাগুরা জেলার পুলিশ সুপার খান মোহম্মদ রেজওয়ান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত মালিকপক্ষ এবং কর্মরত শ্রমিকবৃন্দের ভয় না পেতে, উস্কানীমুলক কার্যকালাপে না জড়াতে বিশেষ অনুরোধ করেন। এছাড়া থানায় দ্রুত মামলা করার পরামর্শ দেন। এ ঘটনায় জড়িতদেও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন বলে ক্ষতিগ্রস্তদের আশ^স্ত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শালিখা থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।

