মাগুরায় আজ নতুন ৬ জনসহ মোট করোনা রোগী ১০১৫
বিশ্ববাংলা সংবাদঃ আজ নতুন ৬ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় মাগুরা জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০১৫-এ। মাগুরা সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার সাহা জানান আজ ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগীরা হলেন মাগুরা সদরের ০৪ জন, শালিখায় ০০ জন, মোহাম্মাদপুরে ০১ জন, শ্রীপুরে ০০ জন ও ফরিদপুরে ০১ জন। আজ নতুন সুস্থ্য ০০ জন। এ পযন্ত সুস্থ হয়েছে ৯৬০ জন করোনা রোগী। হোম আইসোলেশনে আছে ৩০ জন। হাসপাতালে ভর্তি ০১ জন। ০৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছে। জেলায় করোনা রোগে মোট মুত্যুও সংখ্যা ১৯।