আড়াইহাজারে বিএনপির মানববন্ধন

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানববন্ধন করেছে থানা বিএনপি। বুধবার আড়াইহাজার হাইজাদি ইউনিয়নের তিলচন্দি বাজার এলাকায় থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী এই মানববন্ধনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, সরকার জানে তারেক জিয়া দেশে আসলে তাদের অবস্থান নড়ে যাবে। তাই তারা তারেক জিয়ার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে এবং আদালতকে ব্যবহার করে গ্রেফতারি পরোয়ানা বের করছে। কিন্তু এ দেশের মানুষ তা মানে না। এদেশের মানুষ এ রায়কে ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

তিনি আরও বলেন, অবিলম্বে তারেক জিয়ার নামে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাশেম ফকিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তোতা মেম্বার, গাজী মাসুদ, মঞ্জুরুল ইসলাম, মুজিবুর রহমান, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, মীর রেজাউল করিম, মোকারম হোসেন পারভেজ, আলামিন মোল্লা, আলামিন খান, আশরাফুল ইসলাম আশরাফ, সফিকুল ইসলাম, ছাত্রনেতা জুবায়ের রহমান জিকু, তুষার মোল্লা, রুহুল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *