ভারতে করোনা শনাক্ত ৯৭ লাখ ছাড়াল
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ হাজার ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ দাঁড়ালো ৯৭ লাখ ৩ হাজার ৭৭০ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৫৮ জনের। মৃত্যু হার ১ দশমিক ৫ শতাংশ। খবর এনডিটিভির
দেশটিতে গত ২৪ ঘন্টায় ১০ লাখ ব্যক্তির করোনা টেস্ট করে ২৬ হাজার ৫৬৭ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ২ দশমিক ৬ শতাংশ।
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯১ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৪৫ জন।
রাজ্যগুলোর মধ্যে কেরালা, মহারাষ্ট্র, দিল্লি এবং পশ্চিমবঙ্গে সংক্রমণ গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে দিল্লি, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ছত্রিশগড়, কেরালা ও হারিয়ানায়।

