সিডনিতে খুলে দেওয়া হলো সমুদ্র সৈকত

করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় অস্ট্রেলিয়ার সিডনির তিনটি সমুদ্র সৈকত খুলে দেওয়া হয়েছে।  

মেরুব্রা সৈকতে অনেককেই সার্ফিং করতে দেখা গেছে। সৈকতগুলোতে  ব্যায়াম করারও অনুমতি দেওয়া হয়েছে।  তবে সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকত এখনও বন্ধ রয়েছে। খবর বিবিসির

তবে সমুদ্র সৈকত খুলে দেওয়ার এমন সিদ্ধান্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। কেননা অস্ট্রেলিয়ায় করোনার সংক্রমণ কমে গেলেও এই সমুদ্র সৈকতগুলোই ভাইরাস ছড়ানোর হট স্পটগুলোর মধ্যে রয়েছে।

তবে দেশটির সরকার বলছে, করোনার সংক্রমণ কমে যাওয়ায় পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। নাগরিকদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতেই সমুদ্র সৈকত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার তিনটি বৃহত্তম রাষ্ট্র নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডে গত ২৪ ঘণ্টায় মাত্র সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে রেকর্ড করা হয়েছে। 

তবে সমুদ্র সৈকত খুলে দিলেও এখনও দেশটিতে লকডাউন চলছে। কর্তৃপক্ষ বার বার নাগরিকদের সতর্ক করছেন।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বর্তমান বিধিনিষেধ এবং ব্যবসায়ের শাটডাউনকে কমপক্ষে আরও চার সপ্তাহ রাখা হবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৬ হাজার ৫৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬৭ জন।  

সোমবার সকাল পর্যন্ত বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৩ হাজার ৯৬৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ২২৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *