সিনোভ্যাকের টিকার সরবরাহ সাময়িত স্থগিত করেছে তুরস্ক
চীনে করোনা ভাইরাসের কারণে কাস্টমসে জটিলতার জন্য সেখান থেকে সিনোভ্যাকের করোনা ভাইরাসের টিকার প্রথম শিপমেন্টের ডেলিভারি ১ থেকে ২ দিনের জন্য স্থগিত করেছে তুরস্ক। এমনটা জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিনোভ্যাকের আবিস্কার করা করোনাভ্যাক নামের টিকা ৫ কোটি ডোজ কিনতে রাজি হয়েছে তুরস্ক। প্রথম ডেলিভারিতে ৩০ লাখ ডোজ সরবরাহের প্রত্যাশা করছে তারা। এ ছাড়া ফাইজার/বায়োএনটেকের টিকার ৪৫ লাখ ডোজ কিনবে তুরস্ক। পরে আরো ৩ কোটি ডোজ কেনার কথা। কিন্তু রোববার স্বাস্থ্যমন্ত্রী কোকা টুইটারে বলেছেন, করোনা ভাইরাস নিয়ে বেইজিংয়ে যে এলার্ম দেয়া হয়েছে এবং বেইজিংয়ে যেভাবে করোনা ভাইরাস দেখা দিয়েছে তার প্রেক্ষিতে কাস্টমসে পণ্য চলাচলে সাময়িক অসুবিধা হচ্ছে।
ফলে অস্থায়ী সময়ের জন্য এই টিকার চালান স্থগিত করা হয়েছে। কাস্টমসে তৎপরতা শুরু হলে টিকার সরবরাহ দেয়া হবে। এতে আরো দু’একদিন বিলম্ব হতে পারে।