কক্সবাজারে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দর থেকে ১৯শ’ পিস ইয়াবাসহ নূরুন্নাহার বেগম (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। নূরুন্নাহার টেকনাফ উপজেলার হ্নীলার নাইক্ষ্যংখালী এলাকার রশিদ আহামদের মেয়ে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ধনঞ্জয় কুমার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দরে প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার ৯শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক নারী মাদক বিক্রেতাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *