হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ প্রাণহানি।
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, সোমবার বিকাল ৪টার দিকে মহাসড়কের সাতাহাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি আজিজুর রহমান বলেন, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস সাতাহাইল এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়।
“ঘটনাস্থল থেকে শিশুসহ ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
ওসি আরও জানান, শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।