ধর্ম অবমাননার অভিযোগে ৬২ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
গত ১৬ ফেব্রুয়ারী ২০২০ ‘এথিস্ট নোট’ নামক একটি নাস্তিক্যবাদী ম্যাগাজিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্ম অবমাননার অভিযোগ এনে এই ম্যাগাজিনের লেখক, সম্পাদক ও প্রকাশককে আসামী করে মোট ৬২ জনের বিরুদ্ধে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল-এ মামলা দায়ের হয়। উক্ত ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় ইসলাম ধর্ম, কোরবানি প্রথা ও ইসলাম ধর্মের নবী মোহাম্মদকে কটূক্তি করার অভিযোগে হৃদয় কাজী নামের এক হেফাজত-এ-ইসলাম কর্মী এই মামলাটি দায়ের করেন।
হৃদয় কাজীর অভিযোগের প্রেক্ষিতে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল এর বিচারক জনাব মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালত ডিজিট্যাল সিকিউরিটি আইন এর ২৮ ধারার অধীনে মামলা হিসেবে গ্রহণ করেন এবং ডিসি সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ডিভিশন (সি.টি.টি.সি), ডিএমপি কে অভিযোগ তদন্ত করার নির্দেশ দেন। উল্লেখ্য যে সি.টি.টি.সি কে ২৯শে মার্চ ২০২০ এর ভেতর এই মামলা তদন্ত করে তদন্তের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই মামলার নাম্বার ৬০/২০২০।
এই মামলাতে বাদীর অভিযোগ আমলে নিয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে ব্রিফিং এ বলেন, ইচ্ছাকৃত ভাবে ধর্মের বিরুদ্ধে কটূক্তি করা ফৌজদারি বিধি অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। এহেন কাজ সমাজে ঐক্য ও সম্প্রীতি বিনষ্ট করে, সুতরাং ধর্ম নিয়ে সমালোচনা করা বা কটূক্তি করার কোন সুযোগ নেই। এদিকে খোঁজ নিয়ে জানা যায় এই ম্যাগাজিনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের সম্পর্কে কুৎসা রটিয়ে আসছে এবং এদের ব্যাপারে একাধিক মামলা আদালতে রয়েছে যার একটিতে ইতিমধ্যে পুলিশ চার্জশীটও দাখিল করেছে।
মামলার বাদী হৃদয় কাজী হেফাজত ইসলামের একজন সক্রিয় কর্মী বলে জানা যায়। এইদিন সোমবার এই মামলাকে ঘিরে আদালতে তীব্র উত্তেজনা দেখা যায় এবং হেফাজতের শত শত কর্মীরা আদালত প্রাঙ্গন ঘিরে রাখে। মামলা দায়েরের পর তারা নারায়ে তাকবীর আল্লহ হু আকবর বলে স্লগান দিতে দিতে দিতে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে অগ্রসর হয়। এই সময় এই মিছিল থেকে কিছু রিকশা ও গাড়ি ভাংচুর করা হয়।
এই মামলার অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য – এম ডি মাহাদি হাসান, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, আব্দুল জলিল, সৈয়দ সানভি অনিক হোসেন, সৈয়দ সামুন আলী, আবুল হাসনাত, ভেরোনিকা গোমেজ, বর্ণালী চক্রবর্তী, তানভীর আহমেদ, মোহাম্মদ তারেকুল ইসলাম, আব্দুল্লাহ বাকি, আবু হানিফ, ইসরাত রশিদ, আবদুর রহমান, জয়শ্রী পুরকায়স্থ, রুমানা আফরোজ রাখি, রাজিব আহমেদ চৌধুরী, মোহাম্মদ ওমর সানী, আবদুল্লাল আল মুরসালিন, শ্রাবণী শিকদার, সুজন চন্দ্র দেব, আনিকা হক মল্লিক, সৈয়দ ইশতিয়াক হোসেন শাওন, মোহাইমিনুল বিশ্বাস পারভেজ, আমিনুল হক, আদনান সাকিব, এম ডি তোফায়েল হোসাইন, জোবায়ের হোসেন, কাজী ওয়াহিদুজ্জামান সহ আরো অনেকেই।
এই ব্যাপারে মামলার বাদী জনাব হৃদয় কাজীর সাথে কথা বলে জানা যায় যে তিনি দীর্ঘদিন ধরে এই ম্যাগাজিনটির কার্যক্রম লক্ষ্য করে আসছেন। তিনি বলেন, “এই ম্যাগাজিনটি একটি নাস্তিকদের ম্যাগাজিন। তারা ইসলামের শত্রু। তাদের প্রত্যেকে ইসলামের বিরুদ্ধ অবস্থান নিয়েছে। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের সকলের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এবং এর সাথে এদের পরিবারকেও বিচারের আওতায় আনতে হবে। তাহলেই আমাদের ইসলামি তৌহীদী জনতা শান্তি পাবেন।”
মামলার ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কোনো মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এথিস্ট নোট ম্যাগাজিনের সাথে যোগাযোগ করা হয়েছে তাদের প্রতিক্রিয়ার জন্যে।