মাঝ আকাশে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

মাঝ আকাশে আকস্মিকভাবে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর ফলে ওই বিমানে থাকা দুজন পাইলটের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাদের শরীর ছিন্ন বিছিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় এ দুর্ঘটনা ঘটে। বারমারের জেলা প্রশাসক লোক বান্দু দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। খবর হিন্দুস্তান টাইমসের।জেলার ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।