বেলাই বিলে নৌকা ডুবে নানির মৃত্যু, নিখোঁজ শিশু নাতনি
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বন্ধান এলাকায় বেলাই বিলে নৌকা ডুবে ছাফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। নিহত বৃদ্ধা ও নিখোঁজ শিশু সম্পর্কে নানি-নাতনি।
শুক্রবার (১৫ জুলাই) সকালে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।
ছাফিয়া বেগম গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বন্ধান এলাকার জুলমত আলীর স্ত্রী। তার নাতনির নাম সায়মা আক্তার। সায়মা বসুগাঁও এলাকার বুলবুল আহমেদের মেয়ে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে কুশা নৌকাযোগে ছাফিয়া বেগম তার নাতনি সায়মা আক্তারকে নিয়ে বন্ধান এলাকা থেকে বড়াইয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তাদের সঙ্গে নৌকায় আরও চারজন ছিলেন। একপর্যায়ে তারা বেলাই বিলের মাঝে পৌঁছালে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন চার জনকে জীবিত এবং ছাফিয়া বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও ছায়মার কোনো সন্ধান পাননি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সায়মা আক্তার এখনো নিখোঁজ রয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি টিম লিডার মো. ইদ্রিস আলী বলেন, নৌকা ডুবে ছাফিয়া নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত বৃদ্ধার নাতনি সায়মা আক্তার নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।