‘ইউক্রেনের অন্তত ৪০০ হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া’

রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের শত শত হাসপাতাল। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির চিকিৎসা ব্যবস্থা। রোগীদের চিকিৎসা করার জন্য পর্যাপ্ত ওষুধও নেই চিকিৎসকদের কাছে। থেমে আছে ক্যান্সারসহ বিভিন্ন রোগের গুরুত্বপূর্ণ সব সার্জারি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এসব কথাই বলছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি দাতব্য সংস্থার সঙ্গে অনলাইন বৈঠকে ইউক্রেনের চিকিৎসা খাতের এই সংকটের কথা তুলে ধরেন জেলেনস্কি। এতে তিনি বলেন, দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের অনেক স্থানে সামান্য এন্টিবায়োটিক পর্যন্ত নেই। যদি শুধু চিকিৎসা অবকাঠামোর কথা হিসেব করা হয়, তাহলেও অন্তত ৪০০টি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনারা যেসব এলাকা দখল করে রেখেছে সেখানকার অবস্থা ভয়াবহ। তিনি আরও বলেন, ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা যাচ্ছে না। সৃষ্টি হয়েছে ইনসুলিনের বড় ঘাটতি।

সার্জারি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর আগে গত ৯ই মার্চ মারিউপোলের একটি হাসপাতালে হামলা হলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। তবে রাশিয়া তখন দাবি করে, হামলার ছবিগুলো ভুয়া এবং এই হাসপাতালে মূলত ইউক্রেনীয় বাহিনীরা অবস্থান করছিল। যুদ্ধের প্রথম থেকেই ক্রেমলিন বলে আসছে, তারা শুধুমাত্র সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালাচ্ছে। তবে ইউক্রেনের দাবি রাশিয়া সাধারণ জনগণকেও টার্গেট করেছে। তারা প্রতিদিনই এ যুদ্ধে নিহত বেসামরিকের সংখ্যা প্রকাশ করছে। যদিও রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে চলেছে।