রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কেউ জয়ী হবে না: মোদি

অবিলম্বে ইউক্রেনে যুদ্ধে ইতি টানা হোক। যৌথভাবে সেই আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। একইসঙ্গে জার্মানির মতো রাশিয়ার উপর দায় চাপানোর পথে হাঁটেননি মোদি। বরং ভারতের অবস্থান বজায় রেখে মোদি স্পষ্ট বার্তা দিলেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে কেউ জয়ী হবে না। শান্তির পক্ষে আছে ভারত।

বার্লিনে শলৎসের সঙ্গে যৌথ বিবৃতিতে মোদি বলেন, ‘আমার বিশ্বাস যে এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না। সকলেই ক্ষয়ক্ষতির শিকার হবে। তাই আমরা শান্তির পক্ষে আছি। ইউক্রেনের সংকটের কারণে যে সব সমস্যা হচ্ছে, তার ফলে (অপরিশোধিত) তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। খাদ্যশস্য এবং সারের অভাব দেখা দিয়েছে। তার ফলে বিশ্বের প্রতিটি পরিবারের উপর বাড়তি বোঝা চেপে যাচ্ছে।’ সঙ্গে তিনি জানান, ইউক্রেনকে বিভিন্নভাবে সাহায্য করছে ভারত।

খবর হিন্দুস্তান টাইমসের।