নাঈমের ঘূর্ণিতে কুপোকাত ব্র্যাথওয়েট
মেহেদি হাসান মিরাজের অসাধারণ এক সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ৪৩০ রানে। পরে শেষ বিকেলে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২য় দিন শেষে দুই উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ ছিল ৭৫ রান। উইকেটে ঙ্ক্রুমাহ বোনার ১৭ আর ক্রেইগ ব্র্যাথওয়েট ৪৯ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং শুরু করেছে উইন্ডিজ। এই রিপোর্ট লেখা অবধি উইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান। উইকেটে আছেন কাইল মায়ার্স (২৭) এবং ব্ল্যাকউড (২)। উইন্ডিজ পিছিয়ে আছে ২৯৮ রানে।
দুই উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা উইন্ডিজের ওপর দিনের প্রথম বলেই আঘাত হানেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ঙ্ক্রুমাহ বোনার (১৭)।
মায়ার্সকে সঙ্গে নিয়ে দুর্দান্ত গতিতে রান তুলছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। চতুর্থ উইকেটে এই জুটিতে আসে ৫৫ রান। ইনিংসের ৪১তম ওভারের দ্বিতীয় বলটি অফস্ট্যাম্পের বেশ বাইরেই ছিল, ব্র্যাথওয়েট বলটি ছেড়ে দিয়েছিলেন। তবে নাঈমের ঘূর্ণিতে বল গিয়ে স্ট্যাম্পে লাগে আর বোল্ড হয়ে ৭৬ রানে ফেরেন অধিনায়ক ব্র্যাথওয়েট।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ যখন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হলো বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ২৪২। সাকিব আল হাসান ও লিটন দাস ক্রিজে ছিলেন। তবুও বাংলাদেশের সংগ্রহটা যে চারশ পেরুবে সেটা নিশ্চয় ভাবেনি অনেকেই! অভাবনীয় কাজটা হয়েছে মেহেদি হাসান মিরাজের ব্যাটে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে বড় রানের সংগ্রহ এনে দিয়েছেন ডানহাতি স্পিনিং অলরাউন্ডার।বিজ্ঞাপন
ক্যারিয়ারের প্রথম মানে একেবারেই প্রথম। ৪০টি প্রথম শ্রেণী, ৯৩টি লিস্ট এ, বিভিন্ন জাগায় ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিরাজ। ২০১৬ সালে এই চট্টগ্রামেই ইংল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক। তারপর জাতীয় দলের হয়ে ২২ টেস্ট, ৪৪ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। কিন্তু কোনো পর্যায়েই সেঞ্চুরির দেখা পাননি এতোদিন।

