জনগণের প্রশ্নের সরাসরি জবাব দেবেন ইমরান খান

কথা রাখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতা গ্রহণের আড়াই বছর পর হলেও জনগণের প্রশ্নের সরাসরি জবাব দেবেন তিনি। সোমবার (০১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে টেলিফোনে তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন দেশটির জনগণ।

রোববার একটি ভিডিও বার্তা টুইট করে পাকিস্তানের ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মন্ত্রী শিবলি ফারাজ এ তথ্য জানিয়েছেন।

জনগণকে উদ্দেশ্য করে এতে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে সরাসরি কথা বলুন। ১ ফেব্রুয়ারি আপনার প্রশ্ন, আর প্রধানমন্ত্রীর জবাব।

ফোন করার জন্য ০৫১-৯২১০৮০৯ নম্বর দিয়ে এতে আরও বলা হয়, বিকেল চারটা থেকে সবাই এই নম্বরে কল করতে পারবেন।

২০১৮ সালের আগস্টে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর পার্লামেন্টে প্রথম দিনই ইমরান খান প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার জবাবদিহিতা নিশ্চিত করবেন। ওই সময় তিনি বলেছিলেন, প্রতি মাসে দুদিন জনগণের প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি এতদিন। এরমধ্যে গত বছর খানেক ধরে টেলিভিশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া তার বার্তাগুলোর অধিকাংশই ছিলো করোনা মহামারী সংক্রান্ত। এবার তিনি সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেবেন।

এদিকে তথ্য মন্ত্রণালয়ের এই ঘোষণার আগে জনগণের জন্য একটি ‘সুখবর’ টুইট করেন ইমরান খান। তিনি জানান, পাকিস্তানের দ্রব্যমূল্য এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে তার সরকার। পিটিআই ক্ষমতা গ্রহণের সময় যে পরিমাণ মুদ্রাস্ফীতি ছিলো বর্তমানে সেই পর্যায়ে নেমে এসেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *