আবারও সেই বিতর্কিত কার্টুন ছাপলো শার্লি এবদো

ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদো আবারও মহানবী (সা.) কে নিয়ে সেই বিতর্কিত কাটুর্ন ছেপেছে। ২০১৫ সালে এই কার্টুন ছাপার পরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল প্রতিষ্ঠানটি।

দুই ইসলামী চরমপন্থীকে হামলায় সহায়তার অভিযোগে ১৪ জনের বিচার শুরু হতে যাওয়ার আগের দিন স্থানীয় সময় মঙ্গলবার সাময়িকীটি এই কার্টুন ছেপেছে বলে বিবিসি জানিয়েছে।

বিতর্কিত কাটুর্ন ছাপার পর ২০১৫ সালের ৭ জানুয়ারি দুই মুসলমান ভ্রাতা সশস্ত্র হামলা চালিয়ে শার্লি এবদোর কার্যালয়ে কার্টুনিস্ট ও সাংবাদিকসহ ১৪ জনকে হত্যা করে। এরপর একই ঘটনায় প্যারিসে হামলায় আরও পাঁচজন নিহত হন।

ওই ঘটনার পর পাশ্চাত্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে পত্রিকাটির প্রতি জনমনে সহানুভূতির সৃষ্টি হয়েছিল। শার্লি এবদো বিভিন্ন সময়ে মহানবী (সা.) ও ইসলামধর্মকে ব্যঙ্গ করার কারণে ক্ষুব্ধ হয়ে ওই হামলা চালানো হয়েছিল বলে মনে করা হয়।

মহানবীকে নিয়ে কার্টুন ছেপে এবার শার্লি এবদোর সম্পাদকীয়তে বলা হয়েছে, সন্ত্রসী হামলায় প্রতিষ্ঠানে কর্মীদের হত্যাকাণ্ডের পর অনেকেই একই বিষয়ে কাটুর্ন ছাপার কথা বলেছেন। তবে কর্তৃপক্ষ তা করেনি। এবার বিচারের জন্য প্রয়োজনীয় হয়ে ওঠায় কার্টুনগুলো ছাপা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *