চীনে উপসর্গহীন রোগীর সংখ্যা বাড়ছে

চীনের মূল ভূখণ্ডে রোববার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। তাদের সবারই উপসর্গ রয়েছে। আগের দিন শনিবার এ সংখ্যা ছিল ৩০। এর পাশপাশি দেশটিতে ক্রমেই বাড়ছে উপসর্গহীন রোগীর সংখ্যা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কঠোর পদক্ষেপের মাধ্যমে বেইজিং করোনাভাইরাস নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু বিদেশফেরত ও উপসর্গহীন রোগীদের নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে চীন। যেহেতু দেখে বোঝার উপায় নেই, তাই উপসর্গহীন রোগীর মাধ্যমে দ্রুতই সুস্থ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ছে ভাইরাস।

সোমবার দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রোববার একদিনেই ৭৮ জন উপসর্গহীন রোগীর সন্ধান পাওয়া গেছে। আগের দিন শনিবার এ সংখ্যা ছিল ৪৭।

উপসর্গযুক্ত ৩৯ জনের মধ্যে ৩৮ জনই বিদেশফেরত। সে হিসেবে চীনে অভ্যন্তরীণ সংক্রমণের সংখ্যা মাত্র একজন। ওই ব্যক্তি সম্প্রতি ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশ থেকে নিজ প্রদেশ গুয়াংডংয়ে ফিরেছেন।

চীনে মোট ৮১ হাজার ৭০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭৭ হাজার ৭৮ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩১ জনের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *