হোঁচট খেয়ে পড়ে গেলেন মোদি

ভারতের উত্তরপ্রদেশের একটি ঘাট পরিদর্শনের সময় সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শনিবার কানপুরে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।

এদিন স্পিডবোটে করে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ পরিদর্শন করেন মোদি। পরিদর্শন শেষে অটল ঘাটে সিঁড়ি দিয়ে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি।  

সরকারি সূত্র জানিয়েছে, এতে তেমন কোনও আঘাত পাননি মোদি।

এসময় তার সামনে-পেছনে ছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা। মুহূর্তেই তারা মোদিকে সামলে নেন। মোদি নিজেও পরিস্থিতি সামলে উঠে দাঁড়ান।

মোদির এমন হোঁচট খাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে অনেকে মজাও করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *