ধর্ম অবমাননার অভিযোগে এথিস্ট ইন বাংলাদেশ এর বিরূদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
গতকাল ১৩ই নভেম্বর রাজবাড়ীর চীফ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে কালীখুলী থানার অধীনে আমলী আদালত “এথিস্ট ইন বাংলাদেশ” নামক ওয়েবসাইটের প্রকাশক ও বিভিন্ন লেখকদের বিরুদ্ধে মোঃ আব্দুল হান্নান কর্তৃক আনীত ধর্ম অবমাননার মামলা গ্রহণ করেন। আদালত সূত্রে জানা গেছে এই ম্যাগাজিন এর বিরূদ্ধে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ছাঁপানোর অভিযোগ রয়েছে। আদালত কালীখুলী থানার অফিসার ইন চার্জকে মামলাটি তদন্তের এবং প্রাথমিক তথ্য বিবরণি জমা দেবার নির্দেশ দিয়েছেন।
মামলাটি ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ (সংশোধিত) আইনের ২৯৫, ২৯৫ক ও ৩৪ ধারার অধীনে গৃহীত হয়। মামলার আসামীর সংখ্যা উক্ত অনলাইন প্ল্যাটফর্মের প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইন সহ ১৪। মামলার নম্বর – সি.আর. -৩৬৮/২০২৫ বলে জানা গেছে আদালত তথ্যমতে।
আসামীদের মধ্যে অন্যন্যরা হলেন – গাজী আফতাবুন নেসা রিতি, সমীর হালদার, নুরুল আমিন, মোঃ তানভির হোসেন, সাব্বির আহমেদ, এমডি জাকির হোসাইন, এমডি মিজানুর রাহমান, বুরহান উদ্দীন, রাজীব সাহা, মোসাম্মাত নাসরিন সুলতানা, মুনায়েম আহমেদ, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম।
এথিস্ট ইন বাংলাদেশ এর প্রকাশক মোহাম্মাদ মোশাররফ হোসাইনকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ওনাকে পাওয়া যায়নি।
