ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ও মামলা অনলাইন ব্লগারদের বিরূদ্ধেঃ জনরোষ ঠেকাতে পুলিশকে নির্দেশ আদালতের
নিজস্ব প্রতিবেদক
গত ২৩শে ফেব্রুয়ারী গোপালগঞ্জ জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত এর টুঙ্গিপাড়া থানার অধীনের আমলী আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি “এথিস্ট নোট” নামক ওয়েবসাইটের সম্পাদক ও বিভিন্ন লেখকদের বিরুদ্ধে বায়েজীদ শেখ কর্তৃক আনীত ধর্ম অবমাননার মামলা গ্রহণ করেন। আদালত সূত্রে জানা গেছে এই ম্যাগাজিন এর বিরূদ্ধে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ছাঁপানোর অভিযোগ রয়েছে। সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা পর্যালোচনা কালে সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট বলেন অভিযুক্তদের দ্বারা প্রকাশিত বক্তব্য সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্ন করতে পারে এবং জনমনে রোষ ও ধর্মীয় সম্প্রীতি বাঁধাপ্রাপ্ত হতে পারে। মামলাটি তদন্তের জন্যে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট থানাকে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্যে অতিরিক্ত তৎপর এবং সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি।
জানা গেছে মামলার তদন্ত প্রতিবেদন দেবার তারিখ ২৪ মার্চ ২০২৫ নির্ধারিত হয়েছে। মামলাটি ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ (সংশোধিত) আইনের ২৯৫, ৫০০ ও ৩৪ ধারার অধীনে গৃহীত হয়। মামলার আসামীর সংখ্যা ৩৫।মামলার নম্বর – সি.আর. -৯৮/২০২৫ বলে জানা গেছে আদালত তথ্যমতে।
এথিস্ট নোট ওয়েবসাইট এর বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্তকে এই মামলায় আসামী করা হয়েছে। এদের মধ্যে সম্পাদক কমল চন্দ্র দাস, উপ-সম্পাদক নুসরাত সুজানা নওরিন এবং এমডি আল আমিন কায়সার, সহ-সম্পাদক আজমাইন শাহরিয়ার অর্ণব এবং লিপটন কুমার দেব দাস অভিযুক্ত আসামী এই মামলায়। মামলায় অভিযুক্ত অন্যান্য আসামীরা উক্ত ওয়েবসাইট এ বিবিধ ইসলাম ধর্মকে লক্ষ্য করে আক্রমনাত্মক লিখা লিখেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে – ফাহিন আলম, আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোর্শেদ আলম, মোঃ জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, এমডি সাব্বির হোসাইন, এমডি আবির হোসাইন, মনিরা পারভীন, এমডি ফাহাদ হোসাইন, এমডি মিজানুর রাহমান, মোঃ আল আমিন কায়সার, এমডি আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মোহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, এমডি রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, এমডি মাজহারুল ইসলাম, শামীম আল মামুন, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, রোমানা আক্তার রুমকি, মোহাম্মাদ আল মামূর, মোঃ মারজানুল ইসলাম, প্রীতম পাল, মোহাম্মদ মোশাররফ হোসেন, বিপেন রাজবংশী, মোহাম্মদ ফয়েজ হোসেন, হৃদয় কৃষ্ণ যাদব, আব্দুল ওয়াহিদ কিরণ, মোহাম্মদ রুবেল, ওমর ফারুক।
এই ব্যাপারে যোগাযোগ করা হলে টুঙ্গীপাড়া থানার অফিসার-ইন-চার্জ খোন্দকার আমিনুর রহমান বলেন অভিযোগ সত্য হয়ে থাকলে এই ধরণের আসামীদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে কেননা এরা সামাজিক ও ধর্মীয় সম্প্রিতীর অন্তরায়।
এথিস্ট নোট ওয়েবসাইটের সাথে যোগাযোগের চেষ্টা করে কোনো মন্তব্য পাওয়া যায়নি এতবধি।