‘বাংলাদেশে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না সৌদি আরব’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম বলেছেন, সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা দেশটির সরকার বলেনি।

বুধবার (১০ মার্চ) সৌদি সফরকালে প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘না, সৌদি আরব বলেনি যে তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।’

প্রতিমন্ত্রী বলেন, আদেল আল জুবায়ের এটি পরিষ্কার করে দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে তাদের ‘এমন কোনো ইস্যু নেই’।

বাংলাদেশ অবশ্য আরও তদন্তের জন্য সৌদি সরকারকে নাম ও পাসপোর্ট নম্বরসহ বিস্তারিত জানাতে বলেছে। হাতে লেখা পাসপোর্টে জালিয়াতির সুযোগ রয়েছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা এটি দেখব।’

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, যদি কোনো বাংলাদেশির পাসপোর্ট না থাকে তাহলে সরকার অবশ্যই তাদের পাসপোর্ট দেবে। যারা মিয়ানমার থেকে এসেছে তারা বাংলাদেশি নাগরিক নয়, তারা মিয়ানমারের নাগরিক। এটা পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *