প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে প্রায় সোয়া তিন কোটি ফেসবুক প্রোফাইল পরিবর্তন

উল্লেখ্য আল জাজিরা নামক একটি মধ্য-প্রাচ্যভিত্তিক টিভি চ্যানেল গত ১ ফেব্রুয়ারীতে ‘ওরা শেখ হাসিনার লোক’ নামের একটি বিতর্কিত ডকুমেন্টারি প্রকাশ করে। এই ডকুমেন্টারিতে নানাবিধ মিথ্যাচার ও ভুল-ভাল তথ্য দেয়া হয়েছে বলে বাংলাদেশের আপামর জনতার কাছ থেকে অভিযোগ উত্থাপিত হয় এবং একই দিকে আল-জাজিরা কোনো একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজসে এই কর্মকান্ড পরিচালনা করেছে বলেও অভিযোগ উত্থাপিত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বাংলাদেশী কিংবা বাংলাদেশী নাগরিকদের বাইরের ফেসবুকারদের মধ্যে প্রায় সোয়া তিন কোটি ফেসবুক ব্যবহারকারী তাঁদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন বলে জানা গেছে। প্রোফাইল ছবি পরিবর্তন করতে গিয়ে তাঁরা জানিয়েও দেন যে তাঁরা ‘শেখ হাসিনার লোক’। এই বিরল ঘটনায় সারা পৃথিবীর ফেসবুক ব্যবহারকারীদের মধ্যেও সৃষ্টি হয়েছে ব্যপক আগ্রহ।

আল জাজিরার এমন প্রোপাগান্ডামূলক তথ্যচিত্রের প্রতিবাদ হিসেবেই সারা বাংলাদেশের ও বাংলাদেশের বাহিরের অনেক ব্যাক্তিরাই ‘উই আর প্রাইম মিনিস্টার্স মেন’ নামের ব্যানার সম্বলিত ফেসবুক প্রোফাইল পিকচার ব্যবহার করেন। বাংলাদেশের ও বাংলাদেশের এমন কোটি কোটি ভক্তদের একসাথে এক কাতারে দাঁড়িয়ে যাওয়া ছিলো বাংলাদেশের ইতিহাসে কোনো একটি বিষয় নিয়ে অভূতপূর্ব এক প্রতিবাদ যেটিউ আগে কখনোই বাংলাদেশের রাজনৈতিক বিতর্কে দেখা যায়নি।

উল্লেখ্য যে রাজনৈতিক আশ্রয় নিয়ে সুইডেনে থাকা তাসনিম খলিল নামের এক ব্যক্তি এবং ডেভিড বার্গম্যান নামক এক ব্যাক্তি এই আল জাজিরার প্রোপাগান্ডায় সরাসরি ভূমিকারয়েছে বলে ফেসবুকাররা তাঁদের মতামত ব্যাক্ত করেছেন। এইদিকে এমন তথ্যচিত্রের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীও পৃথক পৃথক বিবৃতিতে তাঁদের অবস্থান জানিয়ে দিয়েছেন।

এদিকে আল-জাজিরার অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ‘আমরা সবাই শেখ হাসিনার লোক’ ব্যানার নিয়ে ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক দুর্নীতির ধোয়া তুলে অর্থায়ন বন্ধ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মতো বড় প্রকল্প নির্মাণ কাজে হাত দিয়েছিলেন। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। ষড়যন্ত্র করে কেউ পদ্মা সেতুর নির্মাণ কাজ বাধাগ্রস্ত করতে পারেনি। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করে ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *