পরীক্ষায় এলো করোনা পজেটিভ, রাতেই মারা গেলেন জাবি শিক্ষার্থী

করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী মারুফ হোসেন মিনা মৃত্যুবরণ করেছেন। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

গতকাল শনিবার (২৩ জানুয়ারি) দিবারাত ২টায় রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মকসোদপুরে।

মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুল করিম।

পরিবার ও বন্ধুরা জানান, বিসিএস পরীক্ষা  সংক্রান্ত কাজে তিনি ঢাকায় এসেছিলেন। সর্দি জ্বর শুরু হলে ফার্মেসি থেকে সাধারণ এন্টিবায়োটিক কিনে খাওয়া শুরু করেন। অবস্থা খারাপ হলে প্রথমে সাভারের এনাম হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে মুগদা হাসপাতালে নেন স্বজনরা। গতকাল নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে এবং রাতেই মারা যান তিনি।

এদিকে মারুফের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *