বিএনপি সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার রায়কে স্বাগত না জানিয়ে বিএনপি সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। এ কারণে ভবিষ্যতে বিএনপির অবস্থা আরো খারাপ হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রখ্যাত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর স্মরণসভায় নাসিম এসব কথা বলেন। সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট এই স্মরণ সভার আয়োজন করে। আজ শুক্রবার বাসসের সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহমেদ চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

স্মরণ সভায় বিএনপিকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। দেশে যে জঙ্গিবাদের উদ্ভব হয়েছিল শেখ হাসিনার সরকার কঠোরভাবে তা দমন করেছে। বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে দেশ প্রায় জঙ্গিমুক্ত হয়েছে। এ কারণে বাংলাদেশ এখন অন্যতম শান্তির দেশ। এটা বিরল ঘটনা।

১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী আন্তর্জাতিক বিশেষ করে দক্ষিণ এশিয়া বিষয়ক বিভিন্ন বিশ্নেষণধর্মী কলাম লিখেছেন। তার এই আন্তর্জাতিক বিশ্নেষণধর্মী লেখনী তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি ছিলেন সদালাপী, অমায়িক ও বন্ধুবৎসল। সর্বোপরি মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি।

জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম,পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়ালিউর রহমান, সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, আজিজুল ইসলাম ভূঁইয়া, স্বপন কুমার সাহা, মনোজ রায়, জগলুল আহমেদ চৌধুরীর বড় ভাই রোকন উদ্দিন, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোরের কাগজ সম্পাদক ও সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের মহাসচিব শ্যামল দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *