গুণগত পরিবর্তন ছাড়া গণমুখী রাষ্ট্র সম্ভব নয়: আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশের অবস্থা দুর্বিষহ, জনগণ অসহায়। সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা, অর্থনীতি, ব্যাংকিং খাত, শিক্ষাপ্রতিষ্ঠান- সবকিছু ধ্বংস করে দিয়েছে। দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। সংবিধান ও প্রচলিত ব্যবস্থায় গুণগত পরিবর্তন ছাড়া গণমুখী রাষ্ট্র গঠন সম্ভব নয়। 

শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে মহানগর জেএসডির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুর রব বলেন, পার্লামেন্টের উচ্চকক্ষ গঠন, দেশে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনসহ জেএসডির ১০ দফা গুণগত পরিবর্তনের কর্মসূচি। এই সরকার রাজনৈতিক সরকার নয়। তাই জনগণের প্রতি তাদের কোনো দায় নেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করে, জাতীয় সরকার গঠন করতে হবে।

চট্টগ্রাম জেএসডির সভাপতি গোলাম জিলানী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম খোকনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহামুদ স্বপন,জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি এম এ হাশেম রাজু। স্বাগত বক্তব্য দেন নাগরিক ঐক্যের জেলা সভাপতি সোহরাব হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *