ইউক্রেন সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের সঙ্গে একমত রাশিয়াও

ইউক্রেনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা নিয়ে রাশিয়াসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের খোঁজে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রচেষ্টার প্রতিও সমর্থন জানিয়েছে তারা।

ইউক্রেনে রুশ হামলার পর এই প্রথম কোনো বিবৃতি দিতে সক্ষম হয়েছে নিরাপত্তা পরিষদ। সর্বসম্মতভাবে বিবৃতিটি গৃহীত হয়। খবর রয়টার্সের।