দৈনিক নবযুগে প্রকাশিত প্রবন্ধকে কেন্দ্র করে ঢাকায় রাষ্ট্রদোহীতার মামলা, ২৭ জন অভিযুক্ত

গত ২৮ মার্চ-এ রাজধানীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অনলাইন সংবাদপত্র  দৈনিক নবযুগ  এ গত ২২শে মার্চ-এ প্রকাশিত ‘আল জাজিরার তথ্যচিত্র, কারাগারে মুশতাকের মৃত্যু ও প্রবাসীদের ভাবনা’ প্রবন্ধকে কেন্দ্র করে রাষ্ট্রদোহীতার অভিযোগে ফৌজধারী আইনের অধীনে দৈনিক নবযুগ-এর প্রকাশক, সম্পদাক ও উক্ত প্রবন্ধে মন্তব্যকারী ও কন্ট্রিবিউটরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।  মামলার বাদী  বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ রবিউল আলম জুয়েল। বাদী-সূত্রে জানা গেছে উক্ত প্রবন্ধে বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব  ক্ষুণ্ণ করে ও রাষ্ট্রদোহীমূলক অসংখ্য মন্তব্য এবং লেখা ছাঁপা হয়েছে এবং প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের প্রতি অত্যন্ত আক্রমণাত্মক, কুৎসিত ও মানহানিকর হুমকিমুলক বক্তব্য প্রকাশ করা হয়েছে।

বাদী আরো জানান উক্ত প্রবন্ধে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোকে ও আন্তর্জাতিক মহলকে বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের  জন্য আহবান করা হয়েছে যা রাষ্ট্রদোহীতার সামিল। বাদী এই প্রতিবেদককে আরো জানান – ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিরা প্রবাসে ক্রিয়াশীল এবং তারা বাংলাদেশী কমিউনিটিতে প্রোপাগান্ডা ও অপপ্রচার এর মাধ্যমে আওয়ামী সরকারের বিরুদ্ধে একধরণের তীব্র ক্ষোভ ও ঘৃণা তৈরি করতে সক্ষম হয়েছে যা এই প্রবন্ধে উল্লেখিত মন্তব্যকারীদের বক্তব্যে সুস্পষ্ট। এই ব্যাপারগুলো শক্তভাবে দমন করা প্রয়োজন।’ আদালত সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে অতিরিক্ত চীফ মেট্রোপলিটান  ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হক মামলাটি আমলে নিয়ে (সি.আর. – ১২০/২০২১) বাদীপক্ষতে এই অভি্যোগ গঠনে স্বরাষ্ট্র মন্ত্রালয়কে অন্তর্ভুক্ত করে মামলা তদন্ত করবার আদেশ দিয়েছেন। এই ব্যাপারে দৈনিক নবযুগ এর সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গতঃ, দৈনিক নবযুগ গত ২৭শে ফেব্রুয়ারী আল-জাজিরার তথাকথিত ডকুমেন্টারী ও লেখক মুশতাক আহমেদ এর মৃত্যু নিয়ে মন্তব্য ও লেখা আহবান করেছিলো যার প্রেক্ষিতে ২২শে মার্চ উপরোল্লিখিত প্রবন্ধ ছাপা হয়। এই প্রবন্ধে ডিজিটাল সিকিউরিটি আইন ও সাইবার ট্রাইবুন্যাল এবং এর বিচারকদের নিয়েও তীব্র সমালোচনা ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। লক্ষণীয় এই যে মন্তব্যকারীদের মধ্যে বিএনপি ও জামায়াত-সমর্থিক মহলের আধিক্য দেখা যায়।

আদালত সূত্রে আরো জানা যায় – এই মামলায় দৈনিক নবযুগের সম্পাদকীয় বিভাগ ও প্রকাশকসহ উল্লেখিত প্রবন্ধে মন্তব্যকারীদের বিবাদী করা হয়েছে। মামলার বিবাদীরা হলেন – শিপলু কুমার বর্মণ, ইসরাত রশিদ (সম্পাদক, দৈনিক নবযুগ), আলী আমিন (প্রকাশক, দৈনিক নবযুগ), জনি জোসেফ ডি কস্তা (সহ-সম্পাদক, দৈনিক নবযুগ), নুরুল হুদা (সিনিয়র সহ সম্পাদক, দৈনিক নবযুগ), মুকিত চৌধুরী, মোঃ ইমরান হোসাইন,  রোমানা আক্তার রুমকি, বিপ্লব পাল, নূর মিয়া, আহসানুল হুদা সরকার, মোঃ জাকির হোসাইন, মিজানুর রহমান, মোঃ রাজিম হোসাইন, উম্মা কুলসুম নার্গিস বানু, আহসানুল কবির, নুরুল ফারুক শাকের, মো; বিন রাজিম, মোঃ রুকন মিয়া, মোঃ আশিফ হোসাইন, মোঃ মতিউর রহমান রকি, মোঃ মাসুম সাজ্জাদ, মোঃ আরাথ হোসেন রনি, মোঃ শহীদুল ইসলাম জায়গীরদার, মোঃ ওবায়দুর রহমান খান, মোঃ আল-আমিন কায়সার, মোঃ সাব্বির হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *