নিউ দলের প্রতিপক্ষ কুপিয়ে জখম করল যুবলীগ নেতা হানিফকে
অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলার যুবলীগ সভাপতি আবু হানিফকে কুপিয়ে জখম করেছে নিজ দলের প্রতিপক্ষ। গুরুত্বর অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে মাঠবাড়িয়া উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে ঘটে এ হামলার ঘটনা।
আহত হানিফের স্বজন ও অনুসারীরা জানান, রোববার (৭ ফেব্রুয়ারি) ইদ্রিস নামে হানিফের এক অনুসারীকে কুপিয়ে আহত করে দলীয় প্রতিপক্ষ। এর প্রতিবাদে সোমবার বিকেলে দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ না করার জন্য অনুরোধ জানায়। এরপর হানিফ দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেয়। সন্ধ্যার পর দলীয় রাজনৈতিক প্রতিপক্ষ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হানিফের ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে আহত করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডা. সুদীপ কুমার হালদার জানান, রোগীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল আসার পরে তার শারীরিক অবস্থা জানা যাবে বলে জানান তিনি।